চেক প্রত্যাখ্যানের মামলায় দুই কোটি টাকার জরিমানা, সাথে দুই বছরের কারাদণ্ড হলো বলিউডের জনপ্রিয় নির্মাতা রাজকুমার সন্তোষীর। গুজরাটের জামনগরের একটি আদালতের তরফে পরিচালক রাজকুমার সন্তোষীকে এই সাজা দেয়া হয়েছে। তবে সাজার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জামিন পেয়ে গেছেন নির্মাতা।
জানা গেছে, জানা গিয়েছে, শিল্পপতি অশোক লাল রাজকুমার সন্তোষীকে ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন একটি সিনেমার প্রজেক্টের জন্য। পরে রাজকুমার সন্তোষী তাকে ১০ লক্ষ টাকার ১০টি চেক দেন। কিন্তু তিনি যখন ওই চেক ভাঙাতে যান, তখন অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে চেকগুলি বাউন্স করে।
এরপর রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাই পরিচালকের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করেন।
তবে সাজায় স্থগিতাদেশের আবেদন করতে পারবেন পরিচালক। এর জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







