নিজের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুত্র রাজ্যকে নিয়ে এসেছিলেন পরীমনি।
মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি আসা মাত্রই পরীর কোল থেকে রাজ্যকে নিজের কোলে নেন সিয়াম। মিনিট তিনেক তার কোলে চুপচাপ বসে ছিল পাঁচ মাস বয়সী রাজ্য।
নায়ক সিয়ামের কোলে বসে রাজ্য উপভোগ করেন মা পরীমনির সিনেমার ট্রেলার। পরী জানান, এই সিনেমায় তিনি তিশা চরিত্রে অভিনয় করেছেন। বলেন, রাজ্য যখন বড় হবে, তখন তাকে দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। কারণ এটি শিশুতোষ সিনেমা।
আবু রায়হান জুয়েল পরিচালিত ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানের সঙ্গে সহ প্রযোজনা করে বঙ্গ। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ।
এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্যে ঘুরেবেড়ানো, আনন্দ-উল্লাস।
ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।
পোস্টার ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ, বঙ্গের কনটেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান মনজু।








