গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মৃত্যুর পর এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের খবর আলোচিত হয়। অবশেষে ঘটনার প্রায় সাড়ে ৩ মাস পর ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান।
গতকাল ১ সেপ্টেম্বর রোববার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার ঘটনার চূড়ান্ত তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে ঘটনার তদন্তকারী সংস্থা।
তদন্তকারী দল দুর্ঘটনার কারণ হিসেবে বসন্তকালে ওই অঞ্চলের খারাপ আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থাকে দায়ী করে জানায়, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। যদিও গত মে মাসেই ইরানের সেনাবাহিনী দুর্ঘটনার সঙ্গে কোন ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই বলে জানিয়েছিল।
৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ও অন্য সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন। এরপর দেশটিতে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয়।









