টসপর্ব শেষ করেই দুদলের অধিনায়ক দৌড়ে ছুটলেন ড্রেসিংরুমে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হল প্রবল বর্ষণ। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি মাঠে গড়ানো নিয়েই জাগল শঙ্কা।
টস জিতে আগে বোলিং বেছে নেয় আয়ারল্যান্ড। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় খেলবেন পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়নি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি।
ওয়ানডে সিরিজে হারের পর টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নের পরিবর্তে ছোট ফরম্যাটের প্রথম ম্যাচ থেকে আইরিশদের নেতৃত্ব দিচ্ছেন পল স্টার্লিং।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।








