রাজশাহীতে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই আজ ভোরে বৃষ্টি হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের।
রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে রাজশাহীতে ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
আজ রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের চেয়ে কম। বিরূপ আবহাওয়ার কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতে জবুথবু হয়ে ঘরের বাইরে বের হচ্ছেন খুবই কম সংখ্যক মানুষ।হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
চলমান পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।







