আজ শনিবার ৭ জুন ঈদুল আজহার দিন রাজধানী জুড়ে পড়ছে বৃষ্টি। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
শনিবার বেলা পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা, বাড্ডা এলাকায় বৃষ্টি নামে। এরপর বিভিন্ন এলাকায় প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি ঝরে। এতে জনজীবন ব্যাহত কিছুক্ষণের জন্য।
শুক্রবার ৬ জুন রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।
এসময় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির স্থায়ীত্ব বেশিক্ষণ না থাকায় বিৃষ্টির পানি দ্রুত নেমে যায়।









