ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেলওয়ে কর্মচারী পিএ অপারেটর সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ছাড়ার সময় প্রথম শ্রেণির এসি কোচের বাথরুমে জোরপূর্বক এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ট্রেনেই রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে অভিযুক্ত রেলওয়ে কর্মচারী পিএ অপারেটর সাইফুল ইসলামকে আটক করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
এ বিষয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার ফরহাদ আহমেদ গণমাধ্যমে জানান, ট্রেনটি তখন কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছিল। অভিযোগ পাওয়ার পর ট্রেনের দায়িত্বরত পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী নারী কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং তিনি নিজ বাড়িতে ফিরছিলেন।
ট্রেনটি দুপুরে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছালে সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তাদের ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়।
ঘটনাটি রেলওয়ে পুলিশ কঠোরভাবে মনিটরিং করছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।







