ভারতের সাথে চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় কোরামে অন্তর্ভুক্ত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে এই ধরনের রেল করিডোর সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী।
রোববার (৩০ জুন) সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে রেল সুবিধা ও চুক্তি আামাদের দেশের জন্য স্বাধীনতার হুমকি।
বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো, এসব চুক্তি বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামী পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার সংখ্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির যে গভীর ফাঁদ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এধরনের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি জনগন মেনে নেবে না।









