টান টান উত্তেজনায় ভরা ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেতে যাচ্ছে সোমবার (১৫ ডিসেম্বর)। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি দেখা যাবে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই ফিল্মটি।
এর আগে অমীমাংসিত-এর ট্রেলার মুক্তি পায়। সেখানে দেখা যায়, সাংবাদিক দম্পতি খুনের ঘটনাকে কেন্দ্র করে অমীমাংসিত নির্মিত হয়েছে।
ট্রেলারে দেখা যায়, নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।
এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল চলচ্চিত্রটি। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৩ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি।
জুলাই অভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি পায় ‘অমীমাংসিত’।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।
গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণা থেকে নির্মিত কি না- সেটি নিয়ে নির্মাতারা স্পষ্ট কিছু না বললেও ট্রেলার প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
তবে দর্শকদের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়ে পরিচালক রাহয়ান রাফী বলেন, ‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি অয়েব ফিল্ম। আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছি, এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছি। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়া হয়েছে। দুই বছর পর অবশেষে আগামী ১৫ ডিসেম্বর আই স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’।
রায়হান রাফী আরও বলেন, এই সিনেমার গল্পটি যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে না দেখা হয়। কারণ, আমরা একক কোনো ঘটনার ওপর নয়, বরং বাংলাদেশের অসংখ্য অমীমাংসিত কেসকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই সিনেমাটি নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি অমীমাংসিত কেসেও সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৫ ডিসেম্বর আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘অমীমাংসিত’। দর্শকদের আগ্রহ এখন ট্রেলারের রহস্যময় ইঙ্গিতগুলো আসল কাহিনিতে কীভাবে উন্মোচিত হয় তা দেখার অপেক্ষায়।










