আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, দায়িত্ব নেয়ার পর প্রতিটি আসরের ফাইনালে উঠেছে কোচ রাহুল দ্রাবিড়ের ভারত। কিন্তু ফাইনাল জিতে শিরোপা ছুঁয়ে দেখার মতো সৌভাগ্য হয়নি দ্য ওয়ালের। ওয়েস্ট ইন্ডিজে নিরাশ করেননি রোহিত-কোহলিরা, টি-টুয়েন্টির শিরোপা তুলে দিয়েছেন দ্রাবিড়ের হাতে। পরে অধিনায়ক রোহিত ভূয়সী প্রশংসা করেছেন কোচের।
দ্রাবিড়ের প্রশংসায় রোহিত বলেছেন, ‘আমাদের যেকারও চেয়ে, আমার মনে হয় তিনি শিরোপার বেশি যোগ্য। গত ২০-২৫ বছর যাবত ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, আমার মনে হচ্ছিল তার ক্যাবিনেট থেকে একমাত্র এটাই দূরে ছিল। আমি খুব খুশি, পুরো দলকে সঙ্গে নিয়ে আমরা আসলে এটা করতে পেরেছি। আপনারা দেখেছেন কতটা গর্বিত তিনি এবং কতটা আনন্দিত।’
‘যখন তিনি দলের জন্য খেলেছেন, অনেককিছু করেছেন। গত তিন বছর দলের জন্য কঠিন পরিশ্রম করেছেন। অনেক ক্ষেত্রে তার সহজাত প্রবৃত্তিকে দমন করতে হয়েছে, কারণ অন্যদের পক্ষে তার নিয়ম-কানুন মেলানো এত সহজ ছিল না। এজন্য রাহুল ভাই নিজেকে মেলে ধরতে পারেননি, খেলোয়াড়রা কী চায় সেটা শিখেছেন। তিনি সেটাকে প্রাধান্য দিয়েছেন।’
‘তিন বছর ধরে তিনি খেলোয়াড়দের বোঝাচ্ছিলেন কার কী করতে হবে। যারা দলের বাইরে ছিল, তিনি তাদের সাথেও যোগাযোগ রেখেছিলেন, তাদের উপদেশ দিচ্ছিলেন দলের কী অবস্থা এবং ফিরে আসলে তাদের ভূমিকা কেমন হতে পারে। তিনি বেশ শিক্ষণীয় একজন। তিনি এসে জানতে চেয়েছিলেন, আমরা তার কাছ থেকে কী চাই।’









