ভারতের রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে সব বেওয়ারিশ কুকুর অপসারণে দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আজ ১২ আগস্ট মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, এই পদক্ষেপ মানবিকতা ও বৈজ্ঞানিক নীতির প্রতি একটি বড় পশ্চাৎপদতা। বেওয়ারিশ কুকুর এমন কোনো সমস্যা নয়, যাদের মুছে ফেলতে হবে।
রাহুল গান্ধীর মতে, এরা নির্বাক প্রাণী-যাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আশ্রয়কেন্দ্র, নিবীর্যকরণ, টিকাদান ও কমিউনিটি কেয়ার-এই পদক্ষেপগুলোর মাধ্যমে নিষ্ঠুরতা ছাড়া রাস্তা নিরাপদ রাখা যায়।
রাহুল গান্ধী কড়া ভাষায় বলেন, সব কুকুর অপসারণের সিদ্ধান্ত নিষ্ঠুর, অদূরদর্শী এবং সহানুভূতির অভাব প্রকাশ করে। জননিরাপত্তা এবং প্রাণীর কল্যাণ একসঙ্গে নিশ্চিত করা সম্ভব-একটিকে বেছে নিতে গিয়ে অন্যটিকে অবহেলা করা উচিত নয়।
সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর এলাকায় বেওয়ারিশ কুকুর নিয়ে বর্ধিত অভিযোগ ও মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করে সব কুকুর অপসারণের নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে প্রাণী অধিকারকর্মী ও মানবিক সমাজের বিভিন্ন স্তরে প্রতিবাদ দেখা যায়।









