ভারতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।
সোমবার ১১ আগস্ট দিল্লির সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছিলো ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে পদযাত্রা করছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে এই দুইজন শীর্ষ নেতাসহ প্রায় ত্রিশ জনকে আটক করা হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এটা জানা গেছে।
আটকের পর রাহুল গান্ধী বলেন , আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।
দিল্লির পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপালসহ অনেক বিরোধী সাংসদ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।









