অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আজিঙ্কা রাহানেকে ফিরিয়েছে ভারত। ২০২২ সালের জানুয়ারি থেকে সাদা পোশাকে নামা হয়নি ৩৪ বর্ষী ডানহাতি তারকা ব্যাটারের।
রঞ্জি ট্রফির পর চলতি আইপিএলে ঝড় তুলে রাহানে আছেন দুর্দান্ত ফর্মে। ৮২ টেস্ট খেলা মিডল অর্ডার ব্যাটারকে ফেরানোর দলে ছয় বিশেষজ্ঞ ব্যাটার রেখেছে ভারত।
১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে, শুরু ৭ জুন। ১১ জুন ম্যাচ শেষের তারিখ থাকলেও ১২ জুনকে রাখা হয়েছে রিজার্ভ-ডে হিসেবে। গত আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।







