দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী জেফার রহমানের। তবে পরষ্পর ‘ভালো বন্ধু’ই দাবি করে এসেছেন এতোদিন!
রাফসান-জেফারের সেই প্রেম এবার বিয়েতে গড়াচ্ছে। জানা যায়, তারা বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
সূত্র জানাচ্ছে, বিয়ের অন্যান্য কেনাকাটা ও পোশাক তৈরির কাজও সেরে ফেলেছেন রাফসান-জেফার! বুধবার সকালে হবে তাদের গায়ে হলুদ, সন্ধ্যায় হবে বিয়ে৷ আর এসব আয়োজন হবে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে।
এ ব্যাপারে রাফসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসিয়ালি জানাবো। এখন মন্তব্য করতে চাই না।
রাফসান সাবাবকে বিভিন্ন স্টেজে উপস্থাপনায় পাওয়া যায়। বিশেষ করে তার উপস্থাপনায় ‘হোয়াট অ্যা শো’ বেশ পরিচিত।
অন্যদিকে, জেফার গায়িকা হিসেবে পরিচিত। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ঝুমকা, লিচুর বাগানে, নিয়ে যাবে কি, বয়াম পাখি। এছাড়া ইদানিং তিনি অভিনয়েও নিয়মিত হয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’-তে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন।









