চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড় রাফিনহা। জয়ের পর রাফিনহা বলেছেন, ক্লাবের সমর্থকদের জন্য পুরনো হারের প্রতিশোধ নিয়েছেন।
২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচের সময় বার্সেলোনায় ছিলেন না রাফিনহা। তবে বায়ার্নের কাছে ওই হার সমর্থক হিসেবে দেখেছিলেন। বার্সেলোনার হয়ে শততম ম্যাচে জিতে সেই হারের প্রতিশোধ দেখছেন তিনি।
‘আমার মনে হয়েছে সমর্থকদের জন্য এটা একটা প্রতিশোধ। আমাদের খেলোয়াড়দের জন্য অতীতে দেখার এত সুযোগ নেই। আমরা পরবর্তী ম্যাচের দিকে চোখ রাখি। কিন্তু একজন সমর্থক হিসেবে ওই খেলাগুলোতে ভুগেছিলাম।’
‘এটা অসাধারণ একটি রাত ছিল, বিশেষ রাত, ক্লাবের হয়ে শততম খেলায় হ্যাটট্রিক। যেভাবে আমরা খেলেছি এবং পারফর্ম করেছি তাতে খুশি। দল হিসেবে আমরা ভালো খেলেছি যা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’
বার্সেলোনার অধিনায়কত্ব করা রাফিনহার এটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নবম গোল এবং ছয়টি অ্যাসিস্ট রয়েছে।









