বিশ্বকাপের বাছাইপর্বে অনেকটা নির্ভার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই পেয়ে যাবে আগামী বিশ্বআসরে খেলার টিকিট। তবে ব্রাজিলের পথটা এখনও মসৃণ হয়নি। সেই পথে এগিয়ে যেতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে খানিকটা হুমকিই দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। খেলা হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে।
ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সাথে আলাপে রাফিনহা বলেছেন, ‘আমরা তাদের হারাব, অবশ্যই! কোনো সন্দেহ নেই, মাঠে হোক বা মাঠের বাইরে। আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চলেছি। আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে নামব।’
রাফিনহার এমন মন্তব্যের পর স্থানীয় সংবাদমাধ্যমে এটিকে হুমকি হিসেবে লেখা হয়েছে। ম্যাচের আগে এটি নিয়ে প্রশ্ন যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকেও। তিনি আর উস্কে দেননি।
বলেছেন, ‘আমরা মাঠের যোদ্ধা, মাঠের বাইরে বন্ধু। একজন খেলোয়াড়ের বক্তব্যের খুব গভীরে আমি যেতে চাই না, তবে এমন বক্তব্য সম্পর্কে আমি অবগত। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এটি ফুটবল ম্যাচ। তার বেশিতে যাওয়ার দরকার নেই।’
লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৮, দুইয়ে আছে ইকুয়েডর, পয়েন্ট ২২ এবং তিনে ব্রাজিলের পয়েন্ট ২১।









