দিনকয়েক আগেই মা হয়েছেন রাধিকা আপ্তে। নতুন মানুষকে জীবনে পাওয়ার এক সপ্তাহ পরেই মেয়েকে দুধ খাওয়ানোর ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার নিজের বেবি বাম্পের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি!
অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘ভোগ ম্যাগাজিন’র জন্য এই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। যে ছবি এই মুহূর্তে ভাইরাল। গর্ভাবস্থায় রাধিকা কোন পোস্ট করেননি। তবে এখন তিনি তার সেই সময়কার বেশ কিছু মুহূর্ত ভাগ করেছেন ভক্তদের সঙ্গে।
গর্ভাবস্থায় চেহারার এমন পরিবর্তন মেনে নিতে সময় লেগেছিল রাধিকার। তবে এখন তিনি মাতৃত্বের প্রতিটি মুহূর্ত এনজয় করছেন।
‘ভোগ ইন্ডিয়া’-য় প্রকাশিত এই ছবিগুলির ক্যাপশনে লেখা, ‘কয়েক বছর আগেও খুব কম লোকই জানত যে রাধিকা আপ্তে বিবাহিত। মিডিয়ার কাছে তিনি খানিক রাখঢাকই রেখেছিলেন। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ অক্টোবরে তার সিনেমা সিস্টার মিডনাইটের রেড কার্পেট প্রিমিয়ারে তিনি তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। তবে বিয়ে লুকিয়ে রাখলেও সন্তান আগমনের খবর তিনি নাকি পরেরদিন থেকেই সকলকে বলতে শুরু করেছিলেন।’
ফটোশুটের মোট ৮টি ছবি শেয়ার করেছেন রাধিকা। একটি ছবিতে, তাকে বেশ সাহসীভাবে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। কয়েকদিন আগে রাধিকাকে গর্ভাবস্থার এক সপ্তাহ পরেই বাচ্চাকে দুধ খাওয়াতে এবং বিছানায় বসে একটি মিটিংয়ে অংশ নিতেও দেখা যায়। বাচ্চার সঙ্গে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে রাধিকা লিখেছেন, ‘জন্মের পর আমাদের ছোট্ট অতিথির সঙ্গে প্রথম সাক্ষাৎ।’ সোশ্যাল মিডিয়ায় ভক্তরা রাধিকার সন্তানের মুখ দেখতে চেয়েছিলেন।
ম্যাগাজিনের জন্য শুট প্রসঙ্গে রাধিকা বলেন, ‘সন্তান জন্মের এক সপ্তাহ আগে এই ফটোশুটটি করিয়েছেন তিনি। সত্যি বলতে সেই সময় নিজের চেহারা দেখে তা মেনে নিতে কষ্ট হতো। আমি নিজের এত ওজন বাড়তে কখনও দেখিনি। আমার শরীর ফুলে গিয়েছিল। মা হওয়ার দুই সপ্তাহও হয়নি, আমার শরীর আবারও আগের অবস্থায় ফিরতে শুরু করেছে।’- ফিল্মিবিট









