Site icon চ্যানেল আই অনলাইন

লা লিগা সভাপতিকে ধুয়ে দিলেন ভিনিসিয়াস

Advertisements

ক্রমাগত বর্ণবাদের শিকার হতে থাকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র প্রতিবাদ করছেন কড়া ভাষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লা লিগা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। স্প্যানিশ লিগটির সভাপতি অবশ্য উল্টো ভিনির দিকেই আঙুল তুলেছেন। পাল্টা জবাবে সভাপতি হাভিয়ের তেবাসকে ধুয়ে দিলেন ব্রাজিলীয় তারকা।

রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের হারা ম্যাচে আবারও বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছেন ভিনিসিয়াস। তিক্ত অভিজ্ঞতার পর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ২২ বর্ষী তারকা কড়া ভাষায় জানিয়েছেন প্রতিবাদ।

‘একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো এবং মেসির অধীনে থাকা চ্যাম্পিয়নশিপটি আজ বর্ণবাদীদের আখড়া। এমন ঘটনা প্রথমবার নয়, দ্বিতীয়বারও না, তৃতীয়বারও নয়। অনেকবার হয়েছে। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয় যেন। প্রতিযোগিতার আয়োজকরা মনে করে এটাই স্বাভাবিক। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষরা এটাকে উৎসাহিত করে।’

ভিনির পোস্টের পর পরিস্থিতি সামাল দিতে লা লিগা বিবৃতি দিয়েছে। বলেছে, ‘তারা বছরের পর বছর ধরে এই ধরণের(বর্ণবাদী) আচরণের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি খেলার ইতিবাচক মূল্যবোধকে প্রচার করছে। কেবল খেলার মাঠেই নয়, এর বাইরেও।’

লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতির পর ভিনিসিয়াসের ইনস্টাগ্রাম পোস্টের জবাব দিতে এসেছিলেন লিগটির সভাপতি হাভিয়ের তেবাসও। বর্ণবাদের এমন ঘটনায় লিগ কর্তৃপক্ষ ভিনির থেকে পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।

‘বর্ণবাদের ব্যাপারে লা লিগা কী করতে পারে এই ব্যাপারে আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু আপনি নিজের অনুরোধে দেয়া দুটি তারিখে উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজেকে সঠিকভাবে জানাতে শিখুন। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না এবং আপনি নিশ্চিত করুন আমরা একসাথে যে কাজটি করছি তা আপনি বুঝতে পেরেছেন।’

লা লিগা প্রধানের সেই বক্তব্যের পর ভিনিসিয়াস আরও চটেছেন। আবারও ক্ষোভের কথা লিখেছেন। তেবাসকে একরকম ধুয়েই দিয়েছেন ব্রাজিলীয় তারকা।

‘আবারও! বর্ণবাদীদের সমালোচনা করার পরিবর্তে উল্টো লা লিগার সভাপতি আমাকে পাল্টা আক্রমণ করতে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়েছেন। আপনি যত কথাই বলুন এবং কিছুই না পড়ার ভান করুন না কেনো, লা লিগার ভাবমূর্তিতে আঘাত লাগবেই। আপনি আপনার পোস্টের কমেন্ট পড়ুন, অবাক হবেন।’

‘এমন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা মানে আপনি নিজেও বর্ণবাদীদের সমান। আমি আপনার বন্ধু নই যে, বর্ণবাদের বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আমি চাই এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিন এবং আমি এর শাস্তি চাই।’

Exit mobile version