শনিবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজন রবীন্দ্রসংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০টা থেকে শুরু হয় কিশোর বিভাগ ও সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। প্রতিযোগীদের পরিবেশনা মূল্যায়ন করেন মান নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করা শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, লিলি ইসলাম, মনসুরা বেগম, এটিএম জাহাঙ্গীর ও অসীম দত্ত।
সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সম্মেলন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি লোপা আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ।
সম্মেলনের সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় সম্মেলক গান, একক সংগীত এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ দলীয় সংগীত ‘অভয় মনে কণ্ঠ ছাড়ি’।
সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন কৃষ্টি হেফাজ, সাধারণ সম্পাদক নিলাঞ্জনা চৌধুরী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন ফারজানা বিথী।
রবীন্দ্রসংগীত চর্চা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।









