Advertisements
বিখ্যাত বাঙালি কবি,ঔপনেশিক, সঙ্গীত¯্রষ্টা, নাট্যকার,চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং দার্শনিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৪৮ সালের এই দিনে মৃত্যু হয় তাঁর। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে। তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজো। আনন্দ, বেদনায় এমনকি দ্রোহে এখনও রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস।








