আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন কাগিসো রাবাদা। লোয়ার লিম্বের নরম কোষের সংক্রমণের কারণে আগেভাগে পাঞ্জাব কিংস ছাড়তে হয়েছে সাউথ আফ্রিকার পেসারকে। তবে বিশ্বকাপের পুরোটা সময় তাকে পাওয়া যাবে বলেই আশা প্রোটিয়াদের।
এবারের মৌসুমে ১১ ম্যাচ খেলে ৮.৮৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন রাবাদা। তার দল পাঞ্জাব কিংস আগেই প্লে-অফে বাদ পড়েছে। এজন্য রাবাদাকে শেষ দুই ম্যাচে দলে না রেখে দেশে ফেরত পাঠানো হয়েছে। সেখানে তিনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে, ‘মেডিকেল দলের সাথে বিশেষভাবে পর্যবেক্ষণে’ রাখা হবে রাবাদাকে।
সাউথ আফ্রিকার জন্য রাবাদা বিশেষ গুরুত্বপূর্ণ। দলটির ১৫ সদস্যের মধ্যে একমাত্র ব্ল্যাক আফ্রিকান খেলোয়াড় তিনি। অন্যকেউ না থাকায় বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছিল। সাউথ আফ্রিকা সম্প্রতি নিয়ম করেছে সেরা একাদশের মধ্যে দুজন ব্ল্যাক আফ্রিকান থাকতে হবে।
সাউথ আফ্রিকার নিয়ম অনুযায়ী রাবাদা দলের একমাত্র খেলোয়াড় হিসেবে এই ক্যাটাগরিতে থাকছেন। এজন্য তাকে প্রায় প্রতিটি ম্যাচ খেলতে হবে, যেন দলটি লক্ষ্য থেকে খুব বেশি পিছিয়ে না পড়ে। তবে দলটিতে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে লুনগি এনগিদি রয়েছেন, তিনিও এই ক্যাটাগরিতে পড়েন।









