চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের স্কোয়াডে ছিলেন কাগিসো রাবাদা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকাই আইপিএল ছেড়ে সাউথ আফ্রিকায় ফিরে যান এই পেসার। কারণটা অবশ্য তখন খোলাসা হয়নি। মাসখানেক পর প্রোটিয়া পেসার নিজেই মুখ খুললেন। জানালেন, নিষিদ্ধ মাদক গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি।
গত জানুয়ারিতে এসএ টুয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ হন রাবাদা। অবশ্য তার গ্রহণ করা মাদক কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না। বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নেন তিনি।
তবে মাদক গ্রহণের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন তিনি। নিষেধাজ্ঞার মেয়াদ ঠিক কতদিন তা এখনও জানা যায়নি। সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী মাসে গড়াতে চলা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করতে পারেন তিনি।
নিষেধাজ্ঞার খবর জানিয়ে ২৯ বর্ষী রাবাদা বলেছেন, ‘সম্প্রতি আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি, যাদের আমি হতাশ করেছি।’
‘ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এই প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।’









