বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবার আগে নিশ্চিত করে সাউথ আফ্রিকা। পরে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হতে এখনও অনেক সময় বাকি। মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে কথার লড়াই। অজিদের হারানোর কৌশল জানে প্রোটিয়াবাহিনী, বলছেন পেসার কাগিসো রাবাদা।
আগামী ১১ জুন লর্ডসে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমবার ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। মুকুট জিততে মরিয়া তারা। ফাইনাল ঘিরে ২৯ বর্ষী রাবাদা বলেছেন, ‘ফাইনাল এখনও অনেকদূরে, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় উপলক্ষ সবাইকে অন্যভাবে প্রস্তুত করে তোলে।’
‘সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে, কারণ আমরা দুদলই অনেকটা একইরকম ক্রিকেট খেলি। আমরা আগ্রাসী খেলি এবং তারাও আগ্রাসী থাকবে, আমরা তা জানি। কিন্তু আমরা এটাও জানি, কীভাবে তাদের হারাতে হয়। টেস্ট ক্রিকেট শতভাগ বেঁচে আছে। এই মুহূর্তে যেভাবে খেলছি নিজেদের সেরা ছন্দেই আছি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার অজিদের সামনে আছে মুকুট ধরে রাখার অভিযানও।









