টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর আইসিসির জুন মাসের সেরা নির্বাচিত হয়েছেন প্রোটিয়া ব্যাটার। সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন।
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে বল হাতে স্টিভেন স্মিথকে ফেরানোর পর দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। সঙ্গে নেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখে প্রোটিয়ারা, কাটে ২৭ বছরের ট্রফি-খরা।
মাসসেরা হয়ে মার্করাম বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। দেশের হয়ে অবদান রাখতে পেরে গর্বিত। লর্ডসে শিরোপা জয় আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। তবে অবশ্যই এটি দলগত নৈপুণ্যের ফল। রাবাদা ও বাভুমার অবদান ছাড়া জয় সম্ভব হতো না।’
মেয়েদের ক্রিকেট আইসিসির জুন মাসের সেরা হয়েছেন হেইলি ম্যাথুজ। সাউথ আফ্রিকা সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক ও ৭৩.৫০ গড়ে ১৪৭ রান করেছেন তিনি। অফস্পিনে ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার। এমন পারফরম্যান্সে আফি ফ্লেচার ও তাজমিন ব্রিটসকে হারিয়ে মাসসেরা হয়েছেন ম্যাথুজ। ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলের পর আবারও মাসসেরা হয়েছেন।









