বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের যথেষ্ট প্রজ্ঞা রয়েছে এ সমস্যা সমাধানের। আমরা আশাবাদী দ্রুত এই সমস্যার সমাধান হবে।
বৃহস্পতিবার ১৮ জুলাই সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন । সেসময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে বিনিয়োগ বাধাগ্রস্থ হয়।









