কোটা আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতেতে বাংলাদেশ অবস্থানরত ভারতীয় নাগরিকদের এবং শিক্ষার্থীদের সতর্ক বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার ১৮ জুলাই দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোষ্টে এই সতর্কবার্তা দেয়া হয়।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের এবং বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
পোস্টে যে কোন জরুরি বা সহায়তার প্রয়োজন হলে দূতাবাসের জরুরি নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।









