ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আগের কমিটি ভেঙে দেয়া হয়েছে। নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পালদের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন সেলিম শাহেদ। অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন ১৩ জন সদস্য, যাদের মধ্যে আটটি বিভাগের আট অধিনায়ক আছেন।
আগে কমিটি ভেঙে দেয়া প্রসঙ্গে সদ্যসাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘২০২৩ সালের কাউন্সিলের মাধ্যমে হওয়া কমিটির দায়িত্ব আমরা পালন করছিলাম। আজকের মিটিংটি ছিল অনানুষ্ঠানিক। এ মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কোয়াবকে নতুন করে পুনর্গঠন করা হবে।’
‘এ কমিটিতে আমার নাম আছে, কিন্তু আমি থাকতে চাইনি। কিন্তু তারপরও আমার নাম রেখেছে কমিটিতে। মোটামুটি আগামী দুই মাসের মধ্যে তারা নির্বাচন দেবে। এজন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি করা হয়েছে।’
২০১৪ সালে কোয়াবের দায়িত্ব গ্রহণ করেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল। টানা ১১ বছর দায়িত্ব পালন করার পর সামনে নেতৃত্বে নতুন মুখ আসতে চলেছে। এ কমিটিতে আছেন মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ।









