ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন তীব্র বিতর্ক, তখন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নতুন উত্তেজনা ছড়িয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যটি ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমন মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার কোয়াব বলেছে, ‘জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।’
‘আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে।’
‘বিসিবি সভাপতির কাছে এরমধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যতদ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কিছু মন্তব্য করেন তামিম ইকবাল। সেই মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

পোস্টটি দীর্ঘ সময় তার ফেসবুকে ছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে গভীররাতে কোন একসময়ে সেটি মুছে দেন।
নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায়, একই কারণ দেখিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট সরগরম। তামিমের আহ্বান, ঢাকঢোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা।

এসব নিয়ে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তামিমের কাছে প্রশ্ন যায় মোস্তাফিজ প্রসঙ্গে। একইসঙ্গে জানতে চাওয়া হয় তামিম বোর্ডে থাকলে কী সিদ্ধান্ত নিতেন? জবাবে তামিম বলেছিলেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক। কোন সন্দেহ নেই।’
‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেককিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’









