পশ্চিমাদের সমালোচনার তোয়াক্কা কোনও দিনই করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারও তার অন্যথা হল না। তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশ বেলারুশে পরমাণু অস্ত্র রাখা নিয়ে কারও কোনও বাধা মানবেন না তিনি।
আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে প্রকাশ, গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত একাধিক দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়ন করার ঘোষণা দেয় রাশিয়া। এতে করে চিন্তায় পরে যায় পশ্চিমা দেশগুলো। রাশিয়ার এই পদক্ষেপের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠকের দাবিও জানায় ইউক্রেন। মস্কোর উপরে কড়া নিষেধাজ্ঞার কথাও বলা হয় পশ্চিমাদের পক্ষ থেকে।
তবে এতে ভীত নয় বলে জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই প্রতিক্রিয়া রাশিয়ার পরিকল্পনায় একটুও পরিবর্তন আনবে না।
এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়া তাদের অবস্থান বদল করবে না। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, পরমাণু অস্ত্রের সম্প্রসারণ সম্পর্কিত আন্তর্জাতিক যে চুক্তিতে তারা সই করেছেন, তা কখনই লঙ্ঘন করা হবে না।
তিনি বলেন, গত কয়েক দশক ধরে আমেরিকা এই কাজ করে আসছে। তারা তাদের পরমাণু অস্ত্রগুলো রাখার জন্য তাদের সহযোগী দেশগুলোর মাটি অনেক দিন আগ থেকেই ব্যবহার করে আসছে। তাই বিষয়টি নতুন কিছু নয়।








