Site icon চ্যানেল আই অনলাইন

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য তিনি দায়ী বলে অভিযোগ করেছে আইসিসি।

আইসিসি বলেছে, এই অপরাধগুলি ২৪ ফেব্রুয়ারি ২০২২ এরপর থেকে ঘটে চলেছে যখন রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনের উপর আক্রমণ শুরু করেছিল।

অবশ্য রাশিয়া তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের এই অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত মিঃ পুতিনকে শিশু নির্বাসনের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে এবং বলেছে, এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তিনি সরাসরি এই অপরাধ করেছেন, পাশাপাশি অন্যরা যারা এই কাজ করেছে সেখানেও তার দায় রয়েছে।

আদালত আরও বলেছে, রাশিয়ান নেতা শিশুদের নির্বাসিত করার কাজ আটকাতে তার ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা অর্থহীন।

মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলি আইনি দৃষ্টিকোণ সহ আমাদের দেশের জন্য কোন অর্থ বহন করেনা।

কারণ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করার কোনো ক্ষমতা আইসিসির নেই এবং আইসিসি শুধুমাত্র সেইসব দেশের মধ্যেই এখতিয়ার প্রয়োগ করতে পারে যারা আন্তর্জাতিক অপরাধ আদালত চুক্তিতে স্বাক্ষর করেছে।

রাশিয়া সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয় – তাই এই গ্রেপ্তারি পরোয়ানার কোন মূল্য নেই।

Exit mobile version