সময়টা বেশ ভালো যাচ্ছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের। তার অভিনীত সর্বশেষ ছবি ‘পুষ্পা’-র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে তার পারদ এখন তুঙ্গে।
শোনা যাচ্ছে, শিগগির ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে চমকপ্রদ খবর হলো, এ ছবিতে অভিনয়ের জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন এ তারকা। যা কিনা সর্বভারতীয় তারকা সালমান খান ও অক্ষয় কুমারকে পেছনে ফেলে দিয়েছে।
‘পুষ্পা’র দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি। যার ভেতর ১২৫ কোটি ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। এর আগে ‘পুষ্পা: দ্য রাইজ’র জন্য আল্লু পারিশ্রমিক নিয়েছিলেন ৫০ কোটি রুপি। তবে পারিশ্রমিক বাড়িয়ে চাওয়াতেও প্রযোজকরা বিশেষ কার্পণ্য করেননি। তাইতো অক্ষয় কুমার এবং সালমান খানদের পিছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আল্লু অর্জুনের নাম।
যদিও এর আগে শোনা গিয়েছিলো, ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বে অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন তবে এবার জানা গেল সেটি বাড়িয়ে ১২৫ কোটি নিচ্ছেন অভিনেতা।
এদিকে সূত্রের খবর, সালমান খান তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’এর জন্য এই একই পারিশ্রমিক নিয়েছেন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা। ২০২৪ সালে ‘পুষ্পা’র দ্বিতীয় পর্ব মুক্তি পাবে বলে জানা গিয়েছে।- কইমই ডটকম







