এক রাত জেলে কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই সবাই জানেন সে খবর। যদিও ভয়াল সেই রাত কাটিয়ে বাড়ি ফিরেছেন আল্লু অর্জুন। তবে দক্ষিণী তারকার অপেক্ষায় যেন দিন কাটছিল না তার স্ত্রী ও দুই সন্তানের। তাইতো আল্লু বাড়ি পৌঁছানোর আবেগ ধরে রাখতে পারেননি আল্লু পত্নী স্নেহা রেড্ডি।
একরকম দৌড়ে গিয়েই স্বামীকে আলিঙ্গন করেন তিনি। লম্বা সময় ধরে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন তারা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’ প্রেক্ষাগৃহে আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’এ বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় একটি শিশুও। এই ঘটনায় দক্ষিণী তারকার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।
যদিওবা সেই দিনই তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান ‘পর্দার পুষ্পা’। কিন্তু তারপরও রাতটা তাকে কারাগারে কাটাতে হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই বাড়ি ফিরে আসেন তিনি।
এদিন ঘরে ফিরে স্ত্রীর পাশাপাশি দুই সন্তান আয়ান ও আরহাকে আলিঙ্গন করেন আল্লু। ওই সময়ে তার বাড়িতে সংবাদমাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের মাধ্যমেই ভক্তদের আশ্বস্ত করেন আল্লু অর্জুন নিজে।
তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। চিন্তার কিছু নেই। নাগরিক হিসাবে আইন মেনে চলা আমার কর্তব্য। তাই এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করব।’
এর পাশাপাশি ৪ তারিখের ঘটনার জন্য হাত জোড় করে ক্ষমা চান দক্ষিণী তারকা। ওই দিন রাতের ঘটনায় তাঁর কোনও হাত ছিল না বলেও স্পষ্ট জানান তিনি।









