মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৭ বছর বয়সে মারা গেলেন পাঞ্জাবি গায়ক হরমন সিধু। পিএনসি নিউজ সূত্রে খবর, শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
শহর থেকে নিজের গ্রাম খিয়ালা ফেরার পথে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সেখানেই মৃত্যু হয় তার।
পুলিশ কর্মকর্তাদের মতে, সংঘর্ষের তীব্রতায় গায়ক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মানসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গায়কের পরিবারকেও খবর দেওয়া হয়।
হরমন সিধু তার হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার তে পিয়ার’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এই গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং একজন পরিচিত মঞ্চ শিল্পী হিসেবেও প্রতিষ্ঠা করে। তিনি গায়িকা মিস পূজার সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে।
তার অন্যান্য কিছু গানের মধ্যে রয়েছে ‘কই চক্কর নাই’, ‘বেবে বাপু’, ‘বাব্বার শের’ এবং ‘মুলতান ভিএস রাশিয়া’। হরমনের স্ত্রী ও এক ছোট মেয়ে রয়েছে। ২০১৮ সালে গায়ককে মাদকসহ তার বন্ধুদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল।









