রেললাইনের ধার থেকে উদ্ধার হল জনপ্রিয় পাঞ্জাবি লোকশিল্পী রঞ্জিৎ সিধুর মরদেহ দেহ। শুক্রবার রাতেই ওই গায়ক আত্মহত্যা করেছেন বলে পাঞ্জাবের একাধিক স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শনিবার পাঞ্জাবের সাঙ্গারুর জেলার সুনাম শহরে রেললাইনের কাছে থেকে রঞ্জিৎ সিধুর মরদেহ উদ্ধার হয়। গতবছর জনপ্রিয় র্যাপার সিধু মুসেওয়ালার মর্মান্তিক মৃত্যু শোকই এখনও কাটিয়ে উঠতে পারেনি পঞ্জাব। তারই মাঝে আবার জনপ্রিয় লোকশিল্পী রঞ্জিৎ সিধুর মৃত্যুতে শোকের ছায়া পাঞ্জাবের বিনোদন দুনিয়ায়।
জানা যায়, রেল পুলিশ শিল্পীর মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে খবর দেওয়া হয়। সিধুর ছেলে নাছতার সিং গায়কের দেহ শনাক্ত করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের জিআরপি এসআই জগবিন্দর সিং। ময়নাতদন্তের পর গায়কের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাচ্ছে পুলিশ।
অভিযোগ, দীর্ঘদিন ধরে লোকশিল্পী রঞ্জিৎ সিধুকে মানসিকভাবে হেনস্থা করছিলেন তারই আত্মীয়রা। গায়কের স্ত্রীর অভিযোগ, সিধু তার বর্ধিত পরিবারের সঙ্গে মতপার্থক্যের কারণে বিরক্ত হয়ে উঠেছিলেন। তার আরও দাবি, তিনি পরিবারের প্রতি বিরক্ত হয়েই এমন চরম পদক্ষেপ নিয়েছেন।
গায়কের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এই মামলা এখনও তদন্তাধীন রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই শুরু হবে বলে খবর।







