গত ২৪ মার্চ মা ঝর্ণা রায়কে হারিয়েছেন নায়িকা পূজা চেরী। মায়ের মৃত্যুর পর ভাল নেই এই নায়িকা৷ প্রতিটি পদক্ষেপেই যাকে মনে করে স্মৃতিকাতর হয়ে উঠেন তিনি।
রবিবার (১২ মে) মা দিবস। আর এই দিনে যেনো আরো বেশী করে প্রয়াত মাকে মিস করছেন পূজা!
মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পূজা লিখেছেন, “মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো , সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পরতে দিলে! সারাজীবনই তো এই জল পরবে গো মা। কি করে থামাবো?”
মায়ের শাসন মিস করেন এটা লিখতেও ভুলেননি পূজা। লিখেছেন, “উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।”
সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে পূজা লিখেন, পৃথিবীর সব মা ভালো থাকুক।
ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা বলেছিলেন, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।









