রাজধানীসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। তবে এরমধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত পরিসরে গণপরিবহন চলতে দেখা গেছে। এছাড়াও যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।
রোববার ২৯ অক্টোবর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, অফিসগামী সাধারণ মানুষের ভোগান্তি। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শনিবার ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সাথে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন।
এছাড়া, আজ সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।







