অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে আলোড়ন তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। রূপকথার জন্ম দেয়া শামারকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। প্রস্তাব পেয়েছেন আইএল টি-টুয়েন্টি ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। চোটের কারণে আইএল টি-টুয়েন্টিতে খেলতে না পারলেও পিএসএলে খেলবেন তিনি। তার কাছে অবশ্য অর্থের চেয়ে জাতীয় দলের হয়ে টেস্ট খেলা বেশি গুরুত্বপূর্ণ।
ব্রিসবেন টেস্টে অজিদের বিপক্ষে তৃতীয় দিনে মিচেল স্টার্কের ইয়র্কারে আঙুলে আঘাত পেয়েছিলেন শামার। চতুর্থ দিনে ২৪ বর্ষী ডানহাতি পেসারের মাঠে নামার কথা ছিল না। সেই তিনি গ্যাবায় অস্ট্রেলিয়াকে বল হাতে স্তব্ধ করে দিয়েছেন। ১১.৫ ওভারের এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন টেস্ট জয়।
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রসঙ্গে শামার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে সবসময় প্রস্তুত থাকব। লাইভেও এ বিষয়ে কথা বলতে ভয় পাই না। হয়ত কখনও এমন হবে আমার সামনে বড় কোনো টি-টুয়েন্টি দলে খেলার সুযোগ আসবে এবং একইসঙ্গে টেস্ট ক্রিকেটও থাকবে। এমন পরিস্থিতিতে আমার কাছে যত অর্থের প্রস্তাবই আসুক না কেনো, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলার জন্যই প্রস্তুত থাকব।’
ব্রিসবেন টেস্ট শেষ করে আইএল টি-টুয়েন্টির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল শামারের। চোট থেকে বড় কোনো সমস্যা ধরা না পড়লেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং শামার নিজে কোনো ঝুঁকি নিতে চাননি, আপাতত দেশে ফিরছেন। কিছুদিন বিশ্রাম নিয়ে ১৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে যাবেন ডানহাতি পেসার।







