পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন। খেলতে দেশ ছেড়েছেন তারা। প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়া নাহিদ রানা এখনই যাচ্ছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে নিশ্চিত করেছেন লিটন ও রিশাদ। পিএসএল শুরুর দিন চারেক পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সফরকারীদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে নাহিদ রওনা হতে পারেন পিএসএলে খেলতে।
১১ এপ্রিল বসবে পিএসএলের দশম আসর। প্রথমদিনে মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে এবং লিটন দাসের দল করাচি কিংস।









