৩২ দলের অংশগ্রহণে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল গড়াচ্ছে রবিবার। নিউ ইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে দুই ইউরোপিয়ান জায়ান্ট চেলসি ও পিএসজি। গত মৌসুমে ট্রেবল জেতা পিএসজিকে হারাতে হলে ফাইনাল খেলতে হবে দাবার মতো। চেলসি কোচ এনজো মারেস্কা বলছেন এমন।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে পিএসজি। পাশপাশি জিতে নেয় প্রথমবারের মতো ট্রেবল। ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স নিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে ফ্রান্সের ক্লাবটি।
ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে অবশ্য পিএসজিকে বর্তমানে বিশ্বের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন মারেস্কা। লুইস এনরিকের দলের বিপক্ষে খেলার আগে জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা।
ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমি দাবা খেলতে ও দেখতে ভালোবাসি। ফুটবল দাবার মতোই। প্রতিপক্ষের চালের উপর ভিত্তি করে পরিকল্পনা সাঁজাতে হয়। আমি মনে করি এই ফাইনালটা দাবার মতো হবে।’
‘পিএসজি ইউরোপ সেরা। এটা নিশ্চিত, তাদের হারানো সহজ নয়। যদিও প্রত্যেকটি ম্যাচ কঠিন সবার জন্য। আমার দলকে ভালোভাবে তৈরি করেই পাঠাবো। আমাদের নিজস্ব খেলার ধরণ আছে সেভাবেই আমরা খেলতে চাই।’









