প্যারিস সেইন্ট জার্মেইন এবারের মৌসুম দিয়ে ১৩তম শিরোপা ঘরে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালেও উঠেছে। এতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। অবদান তাকে ফ্রান্সের ফুটবল লিগে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে।
মৌসুমে লিগ ওয়ানে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ডেম্বেলে। এর আগে টানা পাঁচবার পুরস্কারটি জিতেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। গত মৌসুম শেষে এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ায় অন্য খেলোয়াড়দের সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের সুযোগ আসে।
পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন। লিগ ওয়ানের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ডিজায়ার দুয়ে। বর্ষসেরা গোলরক্ষকে পিএসজির জিয়ানলুইজি দোন্নেরুমাকে পেছনে ফেলেছেন লিলের লুকাস শেভালায়ার।









