গত কয়েকবছর ধরে কাইলিয়ান এমবাপেকে দলে টানতে চাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকারও ইচ্ছে রিয়াল জার্সিতে মাঠ মাতানোর। নানা জটিলটায় দলবদলের মৌসুমে লা লিগার ক্লাবটিতে যাওয়া হয়নি এমবাপের। বিশ্বজয়ী তারকার রিয়াল যাত্রার আলোচনা তাতে থেমে নেই। বরং ডালপালা মেলছে রোজ। বিষয়টি পরিষ্কার করতে আনুষ্ঠানিক বিবৃতিই দিয়েছে রিয়াল।
রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, কাইলিয়ান এমবাপে এখন পিএসজির খেলোয়াড়। তার সঙ্গে সমঝোতায় পৌঁছার কোনো প্রশ্নই আসে না।
‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদ একটি সমঝোতায় পৌঁছেছে। আমরা জানাতে চাই, বিষয়টি পুরোপুরি বানোয়াট। এমনকি পিএসজির কোনো খেলোয়াড়ের সঙ্গে এখন পর্যন্ত রিয়ালের কোনো আলোচনা হয়নি।’
গত দলবদলের সময় এমবাপেকে নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যেতে মুখিয়ে ছিলেন ২৪ বর্ষী বিশ্বকাপজয়ী তারকা। যাওয়া হয়নি, তার বদলে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সাথে আলোচনা করে শর্ত সাপেক্ষে নতুন চুক্তি করেন এমবাপে। শর্ত একটাই, ২০২৪ সালের পর চাইলে ক্লাব ছাড়তে পারবেন।







