লিগ ওয়ানে শিরোপার দৌড়ে এগিয়ে গেলো পিএসজি। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের লড়াইয়ে জয় পেয়েছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। দুর্দান্ত জয়ের পরেও সন্তুষ্ট নন কোচ গালতিয়ের।
পার্ক দে প্রিন্সেসে সফরকারী লেন্সের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেছেন কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও ভিতিনিয়া। লেন্সের পক্ষে একমাত্র গোলটি করেন ফ্রাঙ্কোওস্কি।
দুই গোলের ব্যবধানে জয় পেলেও দ্বিতীয়ার্ধে প্রভাব বিস্তার করে খেলতে পারেননি মেসি-এমবাপেরা। ম্যাচ শেষে ৫৬ বর্ষী গালতিয়ের বলেছেন, ‘গোলের সংখ্যায় আমরা প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিলাম, তবে দ্বিতীয়ার্ধে আমরা তা ধরে রাখতে পারিনি। আমাদের পজিশনিং ভালোভাবে অনুসরণ করা হয়নি। আরও সিরিয়াস এবং আক্রমণাত্মক হয়ে খেলার প্রয়োজন ছিল।’
ফরাসি ক্লাবটির জয়ের রাতে নতুন মাইলফলকে পৌঁছেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মেসি। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপিয়ান ক্লাব ফুটবল না খেলায় তার রেকর্ডের পাশে জায়গা করে নিলেন মেসি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এতদিন ধরে সর্বোচ্চ গোলদাতার আসনে একাই ছিলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। লেন্সের বিপক্ষে গোলের ফলে এখন দুজনেরই গোলসংখ্যা ৪৯৫টি। বর্তমানে সিআর সেভেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন। ফলে তাকে ছাড়িয়ে রেকর্ডটি একার করে নেয়াটা এখন সময়ের ব্যাপার মেসির।
ম্যাচে মেসির সতীর্থ এমবাপেও গড়েছেন নতুন এক রেকর্ড। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক এই ফরাসি ফরোয়ার্ড। এডিনসন কাভানিকে ছাড়িয়ে ১৩৯ গোল করেছেন ২৪ বর্ষী এমবাপে।
এই জয়ের ফলে শিরোপার দৌড়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো পিএসজি। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২, সমান ম্যাচ খেলে লেন্সের পয়েন্ট ৬৩। চলতি মৌসুমে দুই দলের এখনও সাতটি করে ম্যাচ বাকি।







