ফ্রান্সের বিশ্বজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের ঘরের মাঠে বিদায় সুখকর হল না পিএসজি জার্সিতে। পার্ক ডে প্রিন্সেসে হারের মধ্য দিয়ে শেষ করতে হয়েছে ২৫ বর্ষী তারকাকে। সাথে চিরচেনা সমর্থকদের একাংশ দুয়োধ্বনিও দিয়েছে তাকে।
গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা। সে হিসেবে ১২মে তুলুজের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতার। যে ম্যাচে খেলতে নেমে গোল করলেও এমবাপেরা হেরেছেন ৩-১ ব্যবধানে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সমর্থকদের একাংশ দুয়োধ্বনি দিচ্ছে এমবাপেকে। দুর্ভাগ্যজনক যে, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের বিদায়ী ম্যাচের সময়ও একই ঘটনা ঘটেছিল।
লিগ চ্যাম্পিয়নদের পরাজয় নিয়ে ফরোয়ার্ড ওসমানে ডেম্বলে বলেছেন, ‘এ পরাজয় কিছুটা হলেও আমাদের উদযাপনকে নষ্ট করে দিয়েছে। যদি চ্যাম্পিয়ন হন, ঘরের মাঠে দর্শকদের সামনে এমন পরাজয় সবসময় হতাশাজনক মনে হবে।’
‘আমাদের এখনও কাপ ফাইনাল বাকি, যেটা অনেক বড় ম্যাচ। আমাদের এখন শতভাগ দিতে হবে এবং পিএসজিকে ভালোভাবে উপস্থাপন করতে হবে।’
পিএসজির সাথে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হলেও তিনি কোন ক্লাবে যাচ্ছেন সেটি জানাননি। আলোচনা লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শক্তি বাড়াতে স্পেন যাচ্ছেন তিনি।









