চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লেভান্ডোভস্কিকে না পেলে নেইমারকে ফেরাচ্ছে বার্সা?

পিএসজিতে ঝুলছে নেইমারের ভবিষ্যৎ! ২০২৫ পর্যন্ত চুক্তি থাকলেও নতুন কোচের অধীনে নতুন প্রজেক্টে ব্রাজিলিয়ান তারকার প্যারিসের ক্লাবটিতে থাকা অনিশ্চিত। না চাইলেও তাই বিকল্প ভাবতে হচ্ছে। ইতিমধ্যে বিকল্প হিসেবে বার্সেলোনাকে বেছে নিয়েছেন তার এজেন্ট পিনি জাহাভি।

প্যারিসের গণমাধ্যমে খবর, কাইলিয়ান এমবাপের সঙ্গেও নাকি নেইমারের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই আসছে মৌসুমেই ক্লাব ছাড়তে হতে পারে নেইমারের।

নিজের চাওয়া খোলাখুলি জানিয়েছেন নেইমারও। ফ্রান্সের রাজধানীর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরা তার স্বপ্ন। সেই স্বপ্নে জলাঞ্জলি ঘটাতে পারেন পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোস।

নেইমারকে টানতে মুখিয়ে আছে ইউরোপিয়ান বেশকিছু ক্লাব। সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার বিশাল বেতন এবং রিলিজ ক্লজ। পিএসজিও মাঝে চাইছিল তাদের অন্যতম দামি খেলোয়াড়কে ধারে পাঠাতে। আর্থিক হিসেব-নিকেশ নিয়ে ক্লাবটি উয়েফার চাপে আছে। সবকিছু বিবেচনায় নতুন ক্লাবে যাওয়ার চেষ্টা করছেন নেইমার।

এজেন্ট জাহাভি চাইছেন আবারও বার্সেলোনায় ফিরুক নেইমার। ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তনের জন্য স্প্যানিশ ক্লাবটিকে সম্ভাব্য সবকিছু বুঝিয়েছেন জাহাভি। কাতালানদের থেকে ৫০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি চাচ্ছেন তিনি।

নেইমারের এজেন্টকে একেবারে হতাশ করেনি আর্থিকভাবে নাজুক অবস্থায় থাকা বার্সেলোনা। পিএসজি ফরোয়ার্ড তাদের প্ল্যান ‘বি’তে আছেন। বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডোভস্কিকে টানতে ব্যর্থ হলে সেক্ষেত্রে নেইমারের ব্যাপারে ভাববে জাভি হার্নান্দেজের ক্লাব।

ক’দিন আগে ফ্রান্সের দৈনিক লে’কিপে জানিয়েছে পুরো উল্টো খবর। ক্যাম্পোসের নেতৃত্বে পিএসজির নতুন প্রকল্পের অংশ হতে চান নেইমার। ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয়ার পর নিজের চাওয়া নিয়েও কথা বলার ক্ষমতা রাখছেন এ ফরোয়ার্ড।

ফ্রেঞ্চ মিডিয়ার খবরটি সত্যি হলে, অন্তত আসছে মৌসুমে প্যারিসের ক্লাবটিতে খেলবেন ব্রাজিলিয়ান তারকা। সাবেক এজেন্ট ওয়াগনার রিবিরিও মনে করেন অনেকদিন প্যারিসে থাকবেন নেইমার।

সম্প্রতি তিনি বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা নেইমারের অন্যতম স্বপ্ন। তার দলবদলের সব গুজব সত্ত্বেও অনেকবেশি অনুপ্রাণিত এবং উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি ক্লাব ছাড়বেন না।’