প্যারিস সেইন্ট জার্মেইনের জন্য বড় দুঃসংবাদ। লিগ ওয়ানে লরিয়েন্টের বিপক্ষে ম্যাচের সময়ের জন্য হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ২০ বর্ষী উইঙ্গার ডিজায়ার দুয়ে। তবে ঠিক কত সময়ের জন্য ফরাসি তারকাকে মাঠের বাইরে থাকতে হবে তা জানাতে পারেনি ফরাসি গণমাধ্যম।
ম্যাচের ঘণ্টাখানিকের মাথায় স্ট্রেচারে মাঠ ছাড়তে দেখা যায় দুয়েকে। ডান হ্যামস্ট্রিংয়ে বেশ গভীর চোট পান তিনি। ফরাসি গণমাধ্যম লেকিপ জানিয়েছে, দুয়ের ডান উরুতে চোট বেশ গভীর ছিঁএবং বেশ কয়েক সপ্তাহ ধরে তার অনুপস্থিতির পূর্বাভাস পাওয়া গেছে।
দুয়ের চোট নিয়ে কোচ লুইস এনরিকে বলেছেন, ‘ওর চোটটা বেশ অদ্ভূত ধরনের। তার অবস্থা কী, এখনও আমি জানি না। আশা করি, গুরুতর কিছু নয়। আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক।’
এ মৌসুমে আগেও একবার চোট পেয়েছিলেন দুয়ে। পায়ের পেশির চোটে কয়েক সপ্তাহ বাইরে থাকতে হয়েছিল তাকে। পরে চোট সেরে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলেছিলেন দুয়ে। তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ উসমান দেম্বেলেও হ্যামস্ট্রিং চোটে পড়ে কয়েক সপ্তাহ বাইরে ছিলেন। সেরে উঠে আবারও মাঠে নেমেছেন দেম্বেলে।









