ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দুই লাল কার্ডের ম্যাচে গুরুতর চোট পেয়েছেন জামাল মুসিয়ালা। ঘটনাবহুল ম্যাচটিতে ৯ জন নিয়ে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পিএসজি।
আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন দেজিরে দুয়ে ও ওসমান ডেম্বেলে।
জার্মান ও ফরাসি জায়ান্টদের লড়াইয়ে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারাত্মক চোট পান মুসিয়ালা। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান বায়ার্ন মিডফিল্ডার। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হলেও গোল পায়নি কোনো দল। ৭৮ মিনিটে লিড পায় পিএসজি। জোয়াও নেভেসের পাস থেকে নিচু শটে গোল করেন দুয়ে। মিনিট চারেক পর বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্টেজকাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো। যোগ করা সময়ের ২ মিনিটে আরেক খেলোয়াড়কে হারায় পিএসজি। বায়ার্ন ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোকে কনুই দিয়ে আঘাত করে লালকার্ড দেখেন লুকাস হার্নান্দেজ। চার মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে বায়ার্ন জালে বল পাঠান ডেম্বেলে।
শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে জয়ী দলের বিপক্ষে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি।









