হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে শুক্রবার ১৯ ডিসেম্বর প্রথমবারের মত প্রকাশ হয়নি দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক পত্রিকা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর মধ্যরাতে আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে কর্মীদের দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এতে পত্রিকা অফিসের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে শুক্রবারের ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি।
এ ছাড়া সার্ভার ও কার্যালয়ের ক্ষয়ক্ষতির কারণে পত্রিকা দুটির অনলাইন আপাতত বন্ধ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ মানুষ প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
হামলার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন।
পরে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেয়।









