আবারও বহিরাগতদের হামলায় আন্দোলনে নেতৃত্ব দেয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদে শনিবার (২৬ এপ্রিল) রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শনিবার রাত ৮টার দিকে কুয়েটের পাশে ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে লাঠি-ছোটা নিয়ে ১০-১২ জনের একদল যুবক তাদের ওপর হামলা চালায়।
এ হামলায় আহত কুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদকে কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদ ও অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জড়িতদের দ্রæত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
খানজাহান আলী থানার ওসি জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









