গাজীপুরের বাসন থানা এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই শ্রমিক।
নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (২৬)। তিনি ঝালকাঠির সদর উপজেলার খাগুটিয়া গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে।
গুলিবিদ্ধ হলে রাসেলকে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাসেল গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকার এনার্জিপ্যাক গ্রুপের (ডিজাইন গার্মেন্টসের) রক্ষণাবেক্ষণ শাখার ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। আজ সকাল ১০টার দিকে স্থানীয় ৫-৬টি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। শ্রমিকরা কয়েকটি স্থানে ভাঙচুর করাসহ টায়ার জ্বালিয়ে একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শর্টগান, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।








