জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৭টি ইসলামপন্থী রাজনৈতিক দল।
এই দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করেছে দলগুলো। কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শুরু করেছে।
আন্দোলনকারীরা বলেন, বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয় না। সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে দেশের সব রাজনৈতিক মতামতের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে।
এ সময় দলের নেতারা আরও জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি না মানা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল করছে। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বে আসরের নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল করবে।
খেলাফত মজলিস আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন একই সময়ে, একই স্থানে বিক্ষোভ করবে।
নেজামে ইসলাম পার্টি বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি করবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকাল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।









